সোলার প্যানেল(সৌরকোষ)কি?এটি কিভাবে কাজ করে?বিশ্বে সোলার প্যানেলের চাহিদা নিয়ে বিস্তারিত...
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbs8Xhg_g6w-qm0GQZB0hGQ3SyyXdmYFj8zfNbi_HMfh8UFTnnWWxfJ0nOYKQ0_q4XeefNuC2hrKDBUm2twg7iR8iL37UIKKUujVLTwks0WOau0fmDaDUDjwmmG5LO9RDI7GaXYi_iLcwI/s640/tata-steel-solar-roof.jpg)
বর্তমান পৃথিবীর বিশাল সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো Power crisis বা শক্তি সংকট। আমরা আমাদের প্রতিদিনের বিভিন্ন কাজের জন্য বিপুল পরিমাণ শক্তি ব্যয় করে থাকি।কিন্তু এই শক্তির সোর্স কোথায়? খাবারের শক্তি আমরা সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কিন্তু অন্যান্য কাজে যেমন-গাড়ির তেল,চুলার গ্যাস,কারখানার জ্বালানি যে শক্তি ব্যবহার করে থাকি তার উৎস হলো জীবাশ্ম জ্বালানি।বর্তমানে আমরা যে হারে এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, ধারণা করা হয় আগামি ১২০-১৫০ বছরে তা ফুরিয়ে যাবে।তাহলে তখন মানুষ কিভাবে শক্তির জোগান দেবে? প্রয়োজন আছে বলেই মানুষ উদ্ভাবন করে।শক্তির চাহিদা থাকার কারণে বিজ্ঞানীরা বিকল্প শক্তির খোজ করতে লাগলেন।এভাবে সোলার প্যানেলের বিকাশ শুরু হলো। সোলার প্যানেলের(সৌরকোষ) উৎপত্তি ও বিকাশ ১৮৩৯ সালে আলেকজান্ডার এডমন্ড বেকেরেল ফটোভল্টাইক প্রভাব আবিষ্কার করেন।তার এই আবিষ্কার দেখায় যে কি ভাবে সূর্যের আলো থেকে বিদুৎশক্তি পাওয়া যেতে পারে। তিনি দাবি করেন যে সূর্যের আলো কোন পরিবাহী দ্রবণের মধ্যে ডুবানো ইলেক্ট্রোডে বিদুৎপ্রবাহ তৈরি করতে পারে। তারপর অনেক গব...