নিউক্লিয়ার চুল্লি (NUCLEAR REACTOR)কি?এটি কিভাবে শক্তি উৎপাদন করে?এর উপকারী ও অপকারী দিক কি? নিউক্লিয়ার চুল্লি নিয়ে বিস্তারিত......
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipNbo4KMCDAr6EPSDD66TM5cWgZVRYnTfoDOxcJadHEZo9VOOtiBeXQwJB0LQRPpOS5cYXKNbX4a-kP5XWmilH1Qkjzjgv3iklAGrHpccNFwiruqKFWv_8FEOFjB6nRx5T8t71aqIeeju8/s640/0408_nuclear-towers.jpg)
পৃথিবীতে শক্তির চাহিদা সবসময়ই ছিল, আজীবন থাকবে ।কেননা ,শক্তি হলো সভ্যতার ধারক।যে সভ্যতা যত শক্তির চাহিদা মেটাতে পেরেছে ,তারা তত দ্রুত উন্নতি করেছে । কিন্তু এই শক্তি উৎপাদন করতে গিয়ে আমরা প্রতিনিয়তই পৃথিবীর ক্ষতি করে যাচ্ছি।তাই বলে কি মানুষ শক্তি উৎপাদন করবে না?হ্যা অবশ্যই।কিন্তু তা এমন এক পন্থায় যেটা পরিবেশের কম ক্ষতি করবে।আর পরিবেশের কম ক্ষতি করার প্রয়াস নিয়ে মানুষ আবিষ্কার করছে নিউক্লিয়ার চুল্লি।তাহলে আসুন জেনে এই নিউক্লিয়ার চুল্লির শুরু থেকে শেষ পর্যন্ত। নিউক্লিয়ার চুল্লি কি?? নিউক্লিয়ার চুল্লি হলো এমন এক চুল্লি যেখানে শক্তি কয়লা,গ্যাস বা তেল ইত্যাদি ধরনের কোনো জীবাশ্ম জ্বালানি থেকে উৎপন্ন করা হয় না।এখানে শক্তি উৎপন্ন করা হয় পরমানুর নিউক্লিয়াসের ভেতরের শক্তি দিয়ে। পরমাণুর অভ্যন্তরে যদি দেখার চেষ্টা করা হয় ,তবে দেখা যায় যে পরমাণু চারদিকে ইলেক্ট্রন আর কেন্দ্রে ভারি নিউক্লিয়াস দ্বারা গঠিত ।আবার নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন থাকে ।পরমাণুর নিউক্লিয়াস মাত্রাতিরিক্ত ছোট (পরমাণুর তুলনায়),তবুও পরমানুর ভর বলতে আমরা এই নিউক্লিয়াসের ভরকেই বুঝি (কারন ইলেক্ট্রনের ভর ...